বৃহস্পতিবার (৯ নভেম্বর) অনুষ্ঠিত ডিএসইর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাপ্ত হিসাববছরে স্টক এক্সচেঞ্জটির করপরবর্তী মুনাফা হয়েছে ৮০ কোটি টাকা। আগের বছর ডিএসইর কর পরবর্তী মুনাফা ছিল ১২৪ কোটি ৭৯ লাখ টাকা।
আলোচ্য বছরে ডিএসইর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৪ পয়সা। আগের বছর একই সময়ে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৬৯ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৩ তারিখে এক্সচেঞ্জটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে (এনএভিপিএস) ১০ টাকা ৬৩ পয়সায়।
আগামী ২১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।
অর্থসংবাদ/এমআই