ধারাভাষ্যে আসবেন কবে, জানালেন তামিম

ধারাভাষ্যে আসবেন কবে, জানালেন তামিম
টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই, ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন কিনা সেটার নিশ্চয়তা নেই তামিম ইকবালের। মাঠের ক্রিকেটে আর না ফিরলে ধারাভাষ্যে যেতে চান বাংলাদেশের সাবেক অধিনায়ক। সেটা হতে পারে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই।

এবারের ওয়ানডে বিশ্বকাপেও ধারাভাষ্যকার হিসেবে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তামিম। তবে যাওয়া হয়নি বাঁহাতি এই ওপেনারের। এদিকে বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক নিশ্চিত করেছেন তার কোচিং পেশায় আসার আগ্রহ নেই।

ধারাভাষ্যে আসার কথা এবার নিজে থেকেই জানালেন তামিম। দারাজের এক অনুষ্ঠানের সময় জানান, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তাকে ধারাভাষ্যে দেখা যেতে পারে।

এ প্রসঙ্গে তামিম বলেন, আমার মনে হয় না, আমি কোচিং পেশায় আসবো। তবে ধারাভাষ্য আমাকে একটু টানে। আসলে এই বিশ্বকাপে প্রস্তাব এসেছিল আমার কাছে। দুর্ভাগ্যবশত করা হয়নি। খুব সম্ভবত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে করবো।

সেটা কতদিন চালিয়ে যাবেন সেটা নির্ভর করবে তিনি কতটা উপভোগ করছেন। এ প্রসঙ্গে বাঁহাতি ওপেনার বলেন, আমার মনে হয় আমি এটা করব। তারপর আসলে দেখবো আমি উপভোগ করছি নাকি করছি না।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

২০২৩ সালে বাংলাদেশের সেরা কারা?
সর্বোচ্চ গোলদাতা হয়েই বছর শেষ করলেন রোনালদো
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাফল্যের হার ৭১ শতাংশ
ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে বাংলাদেশের নাহিদা
বাংলাদেশ ম্যাচে কে এই নারী আম্পায়ার
সুখের মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টির জয়
টাইগারদের আগামী বছরের কর্মসূচিতে নেই অস্ট্রেলিয়া-ইল্যাংন্ড
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
২০২৬ বিশ্বকাপের সূচি ঘোষণা হতে পারে জানুয়ারিতে