অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে আজ বুধবার ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি পণ্য কিনতে চারটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য জানান।
ক্রয় কমিটিতে নির্ধারিত ছিল তেল–ডালের দুটি প্রস্তাব। পাশাপাশি আরও দুটি ডাল কেনার প্রস্তাব টেবিলে উপস্থাপিত হয় এবং সব প্রস্তাবই অনুমোদিত হয় বলে জানান সাঈদ মাহবুব খান।
একটি প্রস্তাবে ১১ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। ১০০ টাকা কেজি দরে এ ডাল কেনায় খরচ হবে ১১০ কোটি টাকা, যা সরবরাহ করবে গ্লোবাল করপোরেশন ঢাকা ট্রেডিং।
তুরস্ক থেকে ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ১০২ টাকা ১৩ পয়সা কেজি দরে এ ডাল কিনতে খরচ হবে ৯৭ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা। আরও ৬ হাজার টন মসুর ডাল কেনার আলাদা একটি প্রস্তাব অনুমোদিত হয়। এম এস রয় ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে তা কেনা হবে ৬০ কোটি ৫৯ লাখ টাকায়।
দেশের বাজারে মোটা দানা, মাঝারি দানা ও ছোট দানা—এ তিন ধরনের মসুর ডাল পাওয়া যায়। টিসিবির বাজারদরের তথ্য অনুযায়ী আজ বাজারে মোটা দানার মসুর ডাল ১০৫ থেকে ১১০ টাকা, মাঝারি দানা ১২০ থেকে ১২৫ ও ছোট দানা ১৩০ থেকে ১৩৫ টাকা কেজি দরে কেনাবেচা হচ্ছে।
এদিকে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনার যে প্রস্তাব অনুমোদিত হয়েছে, তা আনা হবে বেসরকারি কোম্পানি সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে।
টিসিবির তথ্য অনুযায়ী আজ ঢাকার বাজারে প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৫০ থেকে ১৫৫ টাকা এবং বোতলজাত সয়াবিন তেল ১৩০ থেকে ১৬৮ টাকা দরে কেনাবেচা হচ্ছে।
সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে ভর্তুকি দিয়ে টিসিবি সয়াবিন তেল ১০০ টাকা লিটার এবং মসুর ডাল ৭০ টাকা কেজি দরে বিক্রি করে।
অর্থসংবাদ/এমআই