বৃষ্টিতে ঢাকার বায়ুমানে ব্যাপক উন্নতি

বৃষ্টিতে ঢাকার বায়ুমানে ব্যাপক উন্নতি
গতকাল বৃহস্পতিবার সকালেও ঢাকার বাতাস ছিল অস্বাস্থ্যকর। বিশ্বের ১০০ শহরের মধ্যে প্রায় ২ কোটি মানুষের এ শহরের অবস্থান ছিল ষষ্ঠ। অথচ আজ ২৪ ঘণ্টার মধ্যে ঢাকার বাতাস ‘ভালো’ হয়ে গেছে। বিশ্বের ১০০টি শহরের মধ্যে আজ শুক্রবার সকাল ১০টার দিকে বায়ুদূষণে ঢাকার অবস্থান ৪৬। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) এ সময় ঢাকার স্কোর ছিল ৫১। বাতাসের এ মান ‘গ্রহণযোগ্য’ হিসেবে বিবেচনা করা হয়। ৫০-এর মধ্যে থাকলেই তাকে ভালো বলা যেত। তবে আজকের বাতাসও অপেক্ষাকৃত ভালো।

বাতাসের এই অপেক্ষাকৃত উন্নত মানের কারণ ‘বৃষ্টি’। সাগরে গভীর নিম্নচাপ এবং পরে এ থেকে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির কারণে ঢাকায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে।

ঢাকার বায়ুদূষণের অন্যতম উৎস যানবাহনের কালো ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালু, শিল্পকারখানার দূষিত বায়ু। দূষণ রোধে সরকারি তৎপরতা তেমন কাজে আসে না।

বায়ুর মান উন্নত করতে বৃষ্টিতে ভরসার কথা সরকারের শীর্ষ ব্যক্তিরাও বলেছেন একাধিকবার। রাজধানীর বায়ুর মান বেশি খারাপ হতে শুরু করে নভেম্বর মাস থেকে। তবে এবার অক্টোবর মাসে গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি দূষিত ছিল ঢাকার বাতাস। নভেম্বরের শুরু থেকে একাধিক দিন বিশ্বের শীর্ষ দূষিত শহর হয়েছে ঢাকা।

আজ ১০টার দিকে দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে ছিল পাকিস্তানের লাহোর ও ভারতের নয়াদিল্লি। শহর দুটির স্কোর যথাক্রমে ৩৭৩ ও ২৬৫।
বায়ুদূষণের এ পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার।

বাতাসের মান নিয়ে তৈরি করা এ লাইভ বা তাৎক্ষণিক একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

আইকিউএয়ারের দেওয়া আজকের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে মাত্র দুই গুণের বেশি। গতকাল এ সময় এটি ছিল ১৬ গুণ বেশি।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রাজধানীতে সন্ধ্যার পর বন্ধ থাকবে যেসব সড়ক
শনিবার রাজধানীর মার্কেট বন্ধ যেসব এলাকায়
শুক্রবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
রাজধানীতে আজ যেসব মার্কেট বন্ধ
বুধবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
আজ ঢাকার বায়ু খুবই অস্বাস্থ্যকর
সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
গুলিস্তানে বাসে আগুন
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ শনিবার
রাজধানীতে যেসব মার্কেট বন্ধ বৃহস্পতিবার