বিনিয়োগের জন্য বাংলাদেশ প্রাইম লোকেশন

বিনিয়োগের জন্য বাংলাদেশ প্রাইম লোকেশন
বিনিয়োগের জন্য বাংলাদেশ সব দিক থেকে রাইট লোকেশন। বাংলাদেশকে আপনারা প্রাইম লোকেশন হিসেবে নেন বলে বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, আমাদের কোয়ালিফাইড ওয়ার্কফোর্স আছে। আমাদের ১০০টির বেশি ইকোনমিক জোন হচ্ছে।

রোববার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে বিনিয়োগকারী বিদেশিদের সংগঠন এফআইসিসি’র ৬০ বছর পূর্তি ও ইনিভেস্টমেন্ট এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, একটা স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। একটা দেশ যেখানে ক্ষুদা থাকবে না, দারিদ্র্য থাকবে না, জনগণ শিক্ষিত হবে। কিন্তু, তাকে তা করতে দিলো না। তিনি কাজ শুরুও করেছিলেন। কিন্তু, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানের পরাজিত শক্তির হাতে তিনি নির্মমভাবে নিহত হন। তার সেই দায়িত্ব কাঁধে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্ন আর সাহসের এক মেলবন্ধনের নাম শেখ হাসিনা।

টিপু মুনশি বলেন, আমি উত্তরবঙ্গের মানুষ। বছর কয়েক আগে প্রধানমন্ত্রী বলেছিলেন, আমার এদিকে তিনি গ্যাস দিবেন। তিনি গ্যাসও দিয়েছেন। আমি বলব তিনি পজিটিভ আছেন। বিদেশি বিনিয়োগকারীদের আমি বলব উত্তরবঙ্গ হচ্ছে আমাদের শস্যভাণ্ডার। আপনাদের আমি অনুরোধ করব এগ্রো প্রসেসিং এর জন্য উত্তরবঙ্গকে বেছে নিতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভাপতিত্ব করেন এফআইসিসি'র সভাপতি নাসির এজাজ বিজয়। এছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও দেশি-বিদেশি ব্যবসায়ী নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ