পূবালী ব্যাংক পিএলসি কনজ্যুমারস ক্রেডিট ডিভিশনের উদ্যোগে সিএলএস এজেন্ট সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান।
এতে সভাপতিত্ব করেন কনজ্যুমারস ক্রেডিট ডিভিশনের প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. মালেকুল ইসলাম।
সম্মেলনে পূবালী ব্যাংকের বিভিন্ন অঞ্চল প্রধানগণ ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগ প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২২ সালের সেরা
০৯ জন সিএলএস এজেন্টদের মধ্যে ক্রেস্ট, সনদপত্র ও মোটরসাইকেল প্রদান করা হয়।