বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে রাজধানীর খিলগাঁওয়ে ফ্রি ডায়াবেটিস চেক-আপ ক্যাম্পেইন আয়োজন করা হয়।
গত ১৪ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এই ফ্রি চেক-আপ। যেখানে বিনামূল্যে অসহায়, দুঃস্থ মানুষদের ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৩ লোকাল প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান, জেসিআই ঢাকা ওয়েস্টের ২০২৪ সালের নির্বাচিত প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিন, ২০২৩ ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম মোহসান।
এ প্রসঙ্গে জেসিআই ঢাকা ওয়েস্টের প্রেসিডেন্ট এস এম বেলাল উদ্দিন বলেন, বিশ্ব ডায়াবেটিস দিবসে স্বাস্থ্য সুরক্ষাকে প্রাধান্য দিয়ে সমাজের অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর একটা প্রয়াস ছিলো আজকের এই আয়োজন। এমন উদ্যোগ নিয়মিতই আমরা চালিয়ে যাবো।
ফ্রি হেলথ চেক-আপ ক্যাম্পেইন আহ্ববায়ক ছিলেন দেবব্রত ভৌমিক, সহকারী আহ্ববায়ক হিসেবে ছিলেন রিয়েল আহমেদ এবং ওয়াসিকা তাসনীম।
দেবব্রত ভৌমিক জানান, ডায়াবেটিস রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়াস নিয়ে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে হলেও অগ্রণী ভূমিকা পালন করতে পেরে জেসিআই ঢাকা ওয়েস্ট পরিবার আনন্দিত। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনলাইনেও বেশ কিছু ক্যাম্পেইন করা হয়েছে জেসিআই ঢাকা ওয়েস্টের পক্ষ থেকে।
উল্লেখ্য, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি।বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম।
অর্থসংবাদ/এসএম