তিনশ আসনে আ. লীগের মনোনয়নপ্রত্যাশী ৩৩৬২ জন

তিনশ আসনে আ. লীগের মনোনয়নপ্রত্যাশী ৩৩৬২ জন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের ৩০০ সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬২ জন। হিসাব অনুযায়ী, এবার গড়ে প্রতিটি আসনে আওয়ামী লীগের মনোনয়নের দাবিদার ১১ জনের বেশি।

এর আগে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে ৪ হাজার ২৩ জন দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন। সে হিসাবে তখন প্রতি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ১৩ জন। পাশাপাশি আগেরবারের চেয়ে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরম ৬৬১টি কম বিক্রি হয়েছে।

নৌকা প্রতীকে প্রার্থী হতে গতবারের চেয়ে এবার আগ্রহী প্রার্থী কম হলেও এই খাতে এবার বেশি টাকা আয় করেছে আওয়ামী লীগ। কারণ, গতবারের চেয়ে এবার ২০ হাজার টাকা বাড়িয়ে মনোনয়ন ফরমের দাম নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। এবার মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয়েছে ১৬ কোটি ৮১ লাখ টাকা।

২০১৮ সালে দলীয় মনোনয়ন ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। সে হিসাবে দলটি তখন ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা আয় করেছিল।

জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ৩০ নভেম্বর মধ্যে কমিশনে দল মনোনীত প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নির্বাচনী প্রচারে টেলিগ্রাম চ্যানেল খুললো আ. লীগ
নির্বাচন থেকে সরে গেলেন জাপার তিন প্রার্থী
নির্বাচনে ভোটারদের উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ: কাদের
মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না: প্রধানমন্ত্রী
আ.লীগের আমলে বেড়েছে মাথাপিছু আয়
পল্টনের খাদে পড়ে গেছে বিএনপির এক দফা: কাদের
বিএনপির রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই: শেখ হাসিনা
ঢাকায় নির্বাচনী জনসভার অনুমতি পেল আ.লীগ
বছরে ২০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে আ.লীগ: কাদের
বিকেলে ৬ জেলার জনসভায় ভার্চুয়ালি বক্তব্য দেবেন শেখ হাসিনা