কক্সবাজারগামী ট্রেনের আগাম টিকিট বিক্রি

কক্সবাজারগামী ট্রেনের আগাম টিকিট বিক্রি
ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে আন্তঃনগর ট্রেন চলাচল বাণিজ্যিকভাবে শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। এ লক্ষ্যে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল ৮টার পর থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট ও বিভিন্ন কাউন্টারে টিকিট পাওয়া যাচ্ছে।

কক্সবাজার রেলস্টেশনের স্টেশন মাস্টার (অপারেশন) মো. আতিকুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীরা বেশিরভাগ অনলাইনে টিকিট সংগ্রহ করছে। অনেকে সরাসরি কাউন্টারে এসে টিকিট নিচ্ছে।

ট্রেনের টিকিট কিনতে সকালে কক্সবাজার রেলস্টেশনে আসা যাত্রীরা জানিয়েছেন, কক্সবাজার থেকে ট্রেনে ঢাকা যাওয়া তাদের কাছে স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণের দিনে ট্রেনে চড়ার অভিজ্ঞতা নিতে টিকিট নিয়েছেন তারা।

এদিকে কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। গত মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের (পূর্বাঞ্চল) এসিওপিএস মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামে ট্রেনটি চলবে। ট্রেনটির নম্বর ৮১৩/৮১৪। এতে ৭৮০টি সিট থাকবে। ১৬/৩২ লোডের ট্রেনটি ঢাকা থেকে সোমবার ও কক্সবাজার থেকে মঙ্গলবার বন্ধ থাকবে।

ঢাকা থেকে রাত ১০টা ৩০ মিনিটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ছেড়ে ঢাকা বিমানবন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি দিয়ে কক্সবাজারে পৌঁছাবে ভোর ৬টা ৪০ মিনিটে। আর কক্সবাজার থেকে দুপুর ১২টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিয়ে ঢাকা (কমলাপুর) রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ১০ মিনিটে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রেললাইনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা