ইসরায়েলে শ্রমিক পাঠাতে চায় শ্রীলঙ্কা

ইসরায়েলে শ্রমিক পাঠাতে চায় শ্রীলঙ্কা
ইসরায়েলে শ্রমিক পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে দক্ষিন এশিয়ার দ্বীপরাষ্ট্র হিসেবে খ্যাত শ্রীলঙ্কা। ইতোমধ্যে উভয় দেশের মধ্যে এই সংক্রান্ত একটি সমঝোতাও হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের মন্ত্রিসভার মুখপাত্র ও পরিবহনমন্ত্রী বান্দুলা গুনাবর্ধনে।

তিনি বলেন, ইসরায়েলে শ্রমিক পাঠানোর জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর ও ইকোনোমি নেক্সেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদের মুখপাত্র বান্দুলা গুনাবর্ধনে গতকাল প্রেস ব্রিফিংয়ে বলেন, শ্রীলঙ্কার শ্রমিকদের সাময়িকভাবে ইসরায়েলের শ্রমবাজারের একটি নির্দিষ্ট বিভাগের অধীনে নিয়োগ করা হবে।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে শ্রম ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর পেশ করা এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভা অনুমোদন করেছে।

ইসরায়েলের সরকারি তথ্য বিভাগের বরাত দিয়ে ডেইলি মিরর জানিয়েছে, ওই চুক্তি অনুযায়ী ইসরায়েল কৃষি কাজের জন্য শ্রীলঙ্কান শ্রমিক নিয়োগের আশা করছে।

ইকোনোমি নেক্সট তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলে কৃষিকাজের জন্য শ্রমিক প্রয়োজন। সেখানে শ্রীলঙ্কার এক শ্রমিকের মৃত্যুতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তাই হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর দিকে বেশ কয়েকজন শ্রীলঙ্কানকেও সরিয়ে নেওয়া হয়েছিল।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া