বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ২৪-এর উপধারা (১)-এর ক্ষমতাবলে এ সংশোধনী আনা হয়েছে।
সংশোধনী অনুসারে, ব্যবস্থাপনা পরিচালক বা সিইও হিসেবে নিয়োগ পাওয়া ব্যক্তি কোনো স্টক এক্সচেঞ্জের বা স্টক এক্সচেঞ্জের কোনো ট্রেকহোল্ডারের বা কোনো সম্পদ ব্যবস্থাপক কোম্পানির বা কোনো ইস্যুয়ার কোম্পানির সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় ব্যতীত অন্য কোনো কিছুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনোভাবে জড়িত থাকতে পারবেন না।
তবে শর্ত থাকে যে, কোনো মার্চেন্ট ব্যাংকার ইস্যু ব্যবস্থাপক হিসেবে যেই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনা করবেন, সেই কোম্পানির কোনো সিকিউরিটিজ সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকার বা উহার ব্যবস্থাপনা পরিচালক বা সিইও ক্রয় বা অন্য কোনোভাবে গ্রহণ করতে পারবেন না। তাছাড়া ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালনকারী মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা সিইও কোনো মার্চেন্ট ব্যাংকারের শেয়ারহোল্ডার বা উদ্যোক্তা বা পরিচালক হিসেবে থাকতে পারবেন না।