তৃতীয় কারখানা নির্মাণে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে টয়োটা

তৃতীয় কারখানা নির্মাণে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে টয়োটা

ভারতে টয়োটা মোটর তাদের কার্যক্রম সম্প্রসারণে কাজ করে যাচ্ছে। তৃতীয় কারখানা নির্মাণে প্রায় ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে কোম্পানিটি। ভারতের মতো দ্রুতবর্ধনশীল বাজারে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর নিক্কেই এশিয়া।


নতুন কারখানায় নতুন দুই হাজার কর্মসংস্থান তৈরি হবে। এছাড়া বছরে এক লাখ ইউনিটেরও বেশি গাড়ি নির্মাণ করা হবে। ভারতে নির্মিত টয়োটা গাড়ির সামগ্রিক বার্ষিক উৎপাদন ৪ লাখ ১০ হাজার ইউনিটে নিয়ে যাবে। নতুন কারখানাটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে ভারতে টয়োটার প্রথম সম্প্রসারণের উদ্যোগ। এর আগে গত সেপ্টেম্বরে রয়টার্সের প্রতিবেদনে প্রথম টয়োটার তৃতীয় কারখানা নির্মাণের পরিকল্পনার কথা জানা যায়। কারখানাটি তৈরি করা হবে ভারতের কর্ণাটক রাজ্যে, যেখানে টয়োটার আগে থেকে দুটি কারখানা রয়েছে।


টয়োটা কিরলোস্কার মোটরের এমডি ও সিইও মাসাকাজু ইয়োশিমুরা জানান, টয়োটা ভারতীয় বাজারে অত্যন্ত ইতিবাচক অবস্থানে রয়েছে। সাম্প্রতি সম্প্রসারণ কোম্পানির নেটওয়ার্ক আরো বড় করবে।


সুজুকি মোটরের সঙ্গে বৈশ্বিক অংশীদারত্বের ফলে ভারতে টয়োটার বিক্রি বেড়েছে। যার অধীনে জাপানি গাড়ি নির্মাতারা প্রাথমিকভাবে তাদের ভারতীয় অংশীদার মারুতির মাধ্যমে তৈরি কিছু গাড়ি তৈরি করে তাদের নিজস্ব ব্র্যান্ডের অধীনে বিক্রি করে।


বর্তমানে টয়োটার ভারতীয় উৎপাদনের ক্ষমতার প্রায় দুই-তৃতীয়াংশ তাদের অংশীদারত্বের অধীনে সুজুকি গাড়ি তৈরিতে ব্যবহার হয়। উত্তর আমেরিকা ও ইউরোপে টয়োটা যখন ধীরগতির প্রবৃদ্ধির সম্মুখীন হয়েছে, তখন ভারতের এ সম্প্রসারণ উদ্যোগ নিয়েছে। ফলে চীনা গাড়ি নির্মাতারাও প্রতিযোগিতায় পড়বেন বলে বিশ্লেষকরা মনে করছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া