বাংলাদেশের দায়িত্ব ছেড়ে নিজ দেশের ঘরোয়া ক্রিকেটের দল ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড। সেখানে এমন একজনের সঙ্গে তিনি থাকবেন, যার নিজেরও বাংলাদেশকে কোচিং করানোর পূর্ব অভিজ্ঞতা আছে। টাইগাদের সাবেক প্রধান কোচ রাসেল ডমিঙ্গোকে প্রধান কোচ হিসেবে পাচ্ছেন ডোনাল্ড।
ডোনাল্ডের নিয়োগের বিষয়টি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছে লায়ন্স। লায়ন্সের কোচিং স্টাফে আরেক প্রোটিয়া তারকা হাশিম আমলাকেও পাচ্ছেন ডোনাল্ড। দলটির ব্যাটিং কোচের দায়িত্বে আছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান ওপেনার। এর আগে এই পদে ছিলেন জেপি ডুমিনি। যিনি এখন দক্ষিণ আফ্রিকারই ব্যাটিং কোচ পদে নিয়োগ পেয়েছেন।
ডমিঙ্গো থাকাকালীনই বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন ডোনাল্ড। এরপর থেকে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মাঝে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন ডোনাল্ড। পেসারদের কাছেও বেশ ভাল জায়গা করে নিয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান বোলার। বিশ্বকাপ ব্যর্থতা বাদ দিলে বাংলাদেশের পেসারদের নিয়ে দারুণ এক অধ্যায় পার করেছিলেন ডোনাল্ড।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্চের দিকে বাংলাদেশের পেসারদের দায়িত্ব নেন ডোনাল্ড। এরপর এক বছরে তাদের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। এতটা ধারাবাহিকতা নিকট অতীতে বাংলাদেশের পেসারদের মধ্যে দেখা যায়নি কখনোই। তার বিদায়ের পর এখন পর্যন্ত শুন্য আছে টাইগারদের পেস বোলিং কোচের পদ।
কোচিং ক্যারিয়ারের আগে খেলোয়াড় হিসেবেও বর্ণাঢ্য সময় পার করেছিলেন ডোনাল্ড। ৭২ টেস্টে ৩৩০ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে ১৭৪ ম্যাচ খেলে ২৭২ উইকেট ছিল সাদা বিদ্যুৎ হিসেবে খ্যাত এই পেসারের। প্রথম শ্রেণির ক্রিকেটেও ১২শ’র বেশি উইকেট পেয়েছেন এই কিংবদন্তি।
অর্থসংবাদ/এমআই