স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ গ্রুপ

স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপে চ্যাম্পিয়ন ইয়ুথ গ্রুপ

উত্তেজনাপূর্ণ ও রোমাঞ্ছকর সকল ম্যাচের মধ্যে দিয়ে সমাপ্ত হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড (এসসি) কাপ বাংলাদেশ ২০২৩।


ইউনাইটেড গ্রুপের বিপক্ষে ৩-১ গোলে ইয়ুথ গ্রুপের জয়ের পর গ্র্যান্ড ফিনালেতে চুড়ান্ত বিজয় নির্ধারণ হয়েছে। চ্যাম্পিয়নরা লিভারপুল ফুটবল ক্লাবের (এলএফসি) বিশ্ববিখ্যাত স্টেডিয়াম, অ্যানফিল্ডে যাওয়ার সুযোগ পাবে। এছাড়াও, চ্যাম্পিয়নরা লিভারপুলের ম্যাচ সরাসরি দেখার সুযোগ, অ্যানফিল্ডে অনুশীলনীর সুযোগ ও পেশাদার ফুটবলারদের সাথে মতবিনিময়ের সুযোগ পাবে।


এসসি কাপ ২০২৩ টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহণ করেছে। এই বছরের অংশগ্রহণকারীরা ছিল বাংলা ট্র্যাক লিমিটেড; ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ; এপিলিয়ন গ্রুপ; এস্কাইফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড; আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড; জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল বাংলাদেশ; প্রাণ-আরএফএল গ্রুপ; রবি আজিয়াটা লিমিটেড; স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড; ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড; ইউনাইটেড গ্রুপ; এবং ইয়ুথ গ্রুপ।


স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ এক্সিকিউটিভ অফিসার নাসের এজাজ বিজয় বলেন, আমি শুধু আমাদের বিজয়ীদেরই নয়, আমাদের সকল অংশগ্রহণকারীদের অভিনন্দন জানাতে চাই, তাদের উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে আমাদের এই আয়োজনটাকে সফল করার জন্য। এই টুর্নামেন্টটি কেবল হার-জিত নয় বরং আমাদের ও ক্লায়েন্টদের মাঝের এই সম্পর্ককে আরও জোরদার করার লক্ষ্যেই এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। আমি লিভারপুল ফুটবল ক্লাবের সাথে আমাদের অংশীদারিত্বের জন্য অত্যন্ত গর্বিত এবং আমি আশা করি অ্যানফিল্ডে আমাদের বিজয়ীরা রোমাঞ্চকর এক অভিজ্ঞতা তাদের সাথে করে নিয়ে আসতে পারবে।


এবারের এসসি কাপ বাংলাদেশে টুর্নামেন্টের ষষ্ঠ আসর। বাংলাদেশে এসসি কাপের আগের বিজয়ীদের মধ্যে রয়েছে গ্রামীণফোন, বাংলা ট্র্যাক লিমিটেড, এবং রবি আজিয়াটা লিমিটেড। অতীতের বিজয়ীরা অ্যানফিল্ড পরিদর্শন করেছেন, লিভারপুল এফসি কিংবদন্তিদের সাথে দেখা করেছেন এবং এমনকি পিচে সিনিয়র কোচ এবং আইকনদের সাথে প্রশিক্ষণ নিয়েছেন।


স্ট্যান্ডার্ড চার্টার্ড ও লিভারপুল ফুটবল ক্লাব ২০১০ সাল থেকে একত্রে কাজ করা শুরু করে যা ধীরে ধীরে শক্তিশালী অংশীদারিত্বে পরিণত হয়েছে। দীর্ঘ সময়ের এই অংশীদারিত্বে স্ট্যান্ডার্ড চার্টার্ড এবং এলএফসির কাজে বেশ কিছু মিল রয়েছে যার মধ্যে উভয়ই এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের ৭৭০ মিলিয়ন দর্শক ও গ্রাহকের উপর নির্ভরশীল। ২০২৬-২৭ সালের ফুটবল সিজন শেষ না হওয়া পর্যন্ত ১৭টি মৌসুমে একত্রে খেলে যাবে লিভারপুল ফুটবল ক্লাব ও স্ট্যান্ডার্ড চার্টার্ড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি