বিসিবি ছাড়বেন কবে, জানালেন পাপন

বিসিবি ছাড়বেন কবে, জানালেন পাপন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর বেশি দিন থাকছেন না নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতির মেয়াদ আছে আর এক বছর। এর পরই লাল-সবুজের ক্রিকেটের সঙ্গে সম্পর্কটা ছিন্ন করবেন। আজ নিজ বাসায় তারকা ওপেনার তামিম ইকবালের সঙ্গে বৈঠক শেষে বিসিবি ছাড়ার ঘোষণা দিয়েছেন পাপন।

বিসিবিতে আর কতদিন থাকবেন, সে নিয়ে পাপন বলেন, 'এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই। আমার প্ল্যান হচ্ছে, আর একটা বছর আছে। এবং এর মধ্যে যাওয়ার আগে অবশ্যই টিমকে ঠিক করে যাব। যা যা করা দরকার এটা আমি করে যাব। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি, এটা করা দরকার, সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও নিব।'

মেয়াদের শেষ দিকে এসে কাউকে ছাড় দিতে নারাজ। এজন্য কঠোর সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না পাপন। স্রেফ এটাই জানিয়ে দিলেন বোর্ড সভাপতি, 'একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। আমি জানি না অনেক কিছু। সেটা তামিমও স্বীকার করল সে জানে না। আমি বললাম আমি আগে সব জেনে নিই। কেবল তোমার সঙ্গে কথা বললে তো হবে না, আমি সবার সঙ্গে কথা বলি। ভেতরে গিয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমি নিব।

কঠিন সব সিদ্ধান্তের ফল কী হবে সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না পাপন, 'সিদ্ধান্ত নেওয়ার পর কে পছন্দ করল বা না করল তাতে আমার কিছু যায় আসে না। ক্রিকেটের স্বার্থে যা যা সিদ্ধান্ত নিতে হয়, সেটা যদি খুব কঠিনও হয়, আমি নিব।'

বৈঠক শেষে কথা বলেননি তামিম। তামিমের ফেরা নিয়ে বিসিবি সভাপতি পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

পাপনের গুলশানস্থ বাসভবনে কথা বলেননি তামিম। তবে বিসিবি প্রধানের সঙ্গে আলোচনা নিয়ে বিকাল ৫টায় বনানী ডিওএইচএসের নিজ বাসভবনে গণমাধ্যমে কথা বলবেন তামিম।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের