ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

ফাজিল অনার্স পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ফাজিল (স্নাতক) অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষ পরীক্ষার (২০২১) ফল প্রকাশ করা হয়েছে। ফাজিল (স্নাতক) অনার্স প্রথম বর্ষে পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯৪ দশমিক ৬২ শতাংশ, তৃতীয় বর্ষে ৯১ দশমিক ২৩ শতাংশ ও চতুর্থ বর্ষে ৯৭ দশমিক ৩৬ শতাংশ।

পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। গত ৭ সেপ্টেম্বর থেকে ২০২১ খ্রিস্টাব্দের ফাজিল (স্নাতক) অনার্স পরীক্ষা শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান পরীক্ষার ফল ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের হাতে হস্তান্তর করেন।

ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, সেশনজটের বৃত্ত থেকে বেরিয়ে আসছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। পরীক্ষা নেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হয়েছে।

পরীক্ষার ফল হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ, ট্রেজারার এস এম এহসান কবীর, রেজিস্ট্রার ড. মোহাম্মদ কামরুল ইসলামসহ পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি