বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংকগুলোতে ১ হাজার ৮২৪টি অ্যাকাউন্টে ৫০ কোটি টাকার বেশি জমা ছিল। তবে, ৩১ মার্চ পর্যন্ত এ ধরনের অ্যাকাউন্ট ছিল ১ হাজার ৭৫৮টি।
এই ১ হাজার ৮২৪টি অ্যাকাউন্টে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জমা ছিল ২ লাখ ৫৮ হাজার ৫৪৪ কোটি ৪১ লাখ টাকা, যা দেশের মোট ব্যাংক আমানতের ১৫ দশমিক ৩৩ শতাংশ।
এদিকে জুন শেষে ১৪ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ১৯২টি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা ছিল ১৬ লাখ ৮৭ হাজার ২৪ কোটি ৬১ লাখ টাকা।
এছাড়া চলতি বছরের মার্চ শেষে ৫০ কোটি টাকার বেশি জমা আছে এমন ১ হাজার ৭৫৮টি অ্যাকাউন্টে জমা ছিল ২ লাখ ৩৫ হাজার ১৩১ কোটি ২৬ লাখ টাকা, যা দেশের মোট ব্যাংক আমানতের ১৪ দশমিক ৫৮ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ১৪ কোটি ১১ লাখ ৩৭ হাজার ২৫৬টি ব্যাংক অ্যাকাউন্টে মোট আমানতের পরিমাণ ছিল ১৬ লাখ ১৩ হাজার ৬২ কোটি ৬৪ লাখ টাকা।
অর্থসংবাদ/এমআই