ইবিতে শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী হলেন যারা

ইবিতে শাপলা ফোরামের নির্বাচনে বিজয়ী হলেন যারা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরামের কার্যনির্বাহী নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।


শনিবার (২ ডিসেম্বর) রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরমানু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের নিচতলায় কার্যনির্বাহী পরিষদের আহ্বায়ক ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মিজানুর রহমান, সদস্য ড. কে এম আব্দুস ছোবহান, সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ ফল ঘোষণা করেন।


এসময় তিনি বলেন, মোট ২৫১ জন ভোটারের মধ্যে জন ২২৪ ভোট প্রদান করেন যার মধ্যে ৭ টি ভোট বাতিল হিসেবে গৃহীত হয়। নির্বাচনে ৩০ জন প্রার্থীর মধ্য থেকে সর্বোচ্চ ভোট প্রাপ্তির ভিত্তিতে ১৫ জনকে নির্বাচিত ঘোষণা করা হয়। এরা হলেন যথাক্রমে অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাহবুবর রহমান, অধ্যাপক ড. মামুনুর রহমান, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, অধ্যাপক ড. আনিছুর রহমান, অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, অধ্যাপক ড. আনোয়ারুল হক, অধ্যাপক ড. মাহবুবুল আরফিন, অধ্যাপক ড. শেলিনা নাসরীন, অধ্যাপক ড. রবিউল হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক ড. শাহজাহান মণ্ডল, সহযোগী অধ্যাপক সাজ্জাদ হোসেন।


এর আগে, মমতাজ ভবনের ২য় তলায় সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে। ভোট কেন্দ্রে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মিজানুর রহমান।


উল্লেখ্য, সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জন প্রতিনিধিদের মধ্যে থেকে আলোচনা সাপেক্ষে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষসহ ১৫টি পদ বন্টন করে কমিটি ঘোষণা করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি