ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার (০৩ ডিসেম্বর) কোম্পানিটির আগের দিনের তুলনায় শেয়ারদর কমেছে ৮ টাকা ৪০ পয়সা বা ৫ দশমিক ৫৩ শতাংশ। ফলে দরপতনের শীর্ষে উঠে এসেছে কোম্পানিটি।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার শেয়ারদর কমেছে ৬ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৫৩ শতাংশ। আর সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ টাকা ৫০ পয়সা বা ২ দশমিক ৭০ শতাংশ শেয়ারদর কমায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে।
দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- জেমিনি সি ফুড লিমিটেড, মুন্নু এগ্রো এন্ড জেনারেল মেশিনারিজ লিমিটেড, শামরিতা হাসপাতার লিমিটেড, জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, কোহিনূর কেমিক্যাল কোম্পানী লিমিটেড।
এদিন লেনদেন হওয়া ৩২২ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৩টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ৪৮টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ১৮১টির।
অর্থসংবাদ/কাফি