8194460 মিরপুরে স্পিন ঘূর্ণিতে প্রথম দিনেই ১৫ উইকেট - OrthosSongbad Archive

মিরপুরে স্পিন ঘূর্ণিতে প্রথম দিনেই ১৫ উইকেট

মিরপুরে স্পিন ঘূর্ণিতে প্রথম দিনেই ১৫ উইকেট
নিম্নচাপের প্রভাবে ঢাকায় আজ সারাদিনেও সূর্যের দেখা মেলেনি। গুমোট এই আবহাওয়ায় আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন কিউইদের ঘূর্ণির সামনে ১৭২ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় বাংলাদেশ।

বিপর্যস্ত স্বাগতিকরা পরে ঘূর্ণির জবাব ঘূর্ণিতেই দিয়েছে। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ৪৬ রানে তুলে নেন অতিথিদের ৫ উইকেট। আলোকস্বল্পতায় বিকাল ৪টা ১৬ মিনিটে প্রথম দিনের খেলার সমাপ্তি ঘটে। অতিথি দল ৫৫ রানে ৫ উইকেট নিয়ে মাঠ ছাড়ে। তাতে প্রথম দিনের খেলা শেষে উভয় দল মিলে ১৫ উইকেট হারিয়ে বসে। যার ১৩টাই ঢুকে স্পিনারদের পকেটে।

সিলেট টেস্টে ১০ উইকেট শিকারি তাইজুল ইসলাম আজ ষষ্ঠ ওভাবেই আঘাত হানেন। এরপর তার সঙ্গে যোগ দেন মেহেদী হাসান মিরাজও। দুজন মিলে অতিথি দলের টপ অর্ডার গুঁড়িয়ে দেন। মিরাজ ১৭ রানে ৩টি ও তাইজুল ২৯ রানে ২টি উইকেট নেন।

৮০ ওভারেরও কম সময় খেলা হয় প্রথম দিন, এতে ১৫ উইকেটের পতন ঘটে।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নামা বাংলাদেশ কিউইদের স্পিনে ধরাশায়ী হয়। মিচেল স্যান্টনার (৩/৬৫), গ্লেন ফিলিপস (৩/৩১) ও এজাজ প্যাটেল (২/৫৪) বাংলাদেশের ৮ উইকেট ভাগাভাগি করেন। পেসার টিম সাউদি নেন ১টি উইকেট।

হাত দিয়ে বল ধরে বাংলাদেশের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়েছেন মুশফিকুর রহিম। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানও আসে তার ব্যাট থেকে। এছাড়া শাহাদাত হোসেন দিপু ৩১ ও মেহেদী হাসান মিরাজ ২০ রান করেন।

অর্থসংবাদ/এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের