সূত্র মতে, নতুন কর্মসূচির আওতায় কোম্পানিটি কারখানার পাশে প্রায় ২০টি দোকান নির্মাণ, বড় বাজার এলাকায় কারখানার ফাঁকা জায়গায় ১৫ ফুট প্রশস্ত রাস্তাসহ ৭৫০ বর্গফুটের ২১টি গোডাউন নির্মাণ করবে। এছাড়া গড়াই নদীর পাশে অবস্থিত পার্কে বিভিন্ন রাইডার স্থাপন এবং কারখানা এলাকায় ১০০ কিলোওয়াটের নেট মিটার সোলার সিস্টেম স্থাপন করবে কোম্পানিটি।
নতুন কর্মসূচি বাস্তবায়নে রেনউইকের ব্যয় হবে ৫ কোটি ৮০ লাখ ২ হাজার টাকা। যা থেকে বার্ষিক ৫০ লাখ টাকা এবং জামানত বাবদ ১ কোটি টাকা আয় হতে পারে।
অর্থসংবাদ/এমআই