চীনে রেকর্ড ২৮ কোটি ৮৮ লাখ টন ভুট্টা উৎপাদন

চীনে রেকর্ড ২৮ কোটি ৮৮ লাখ টন ভুট্টা উৎপাদন

চীনে চলতি বছর রেকর্ড ২৮ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টন ভুট্টা উৎপাদন হয়েছে। গ্রীষ্মকালীন টাইফুনের কারণে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশে ফসলহানি ঘটলেও গত বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ৪ শতাংশ। গতকাল প্রকাশিত চীনের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


যুক্তরাষ্ট্রের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভুট্টা উৎপাদনকারী চীন। ২০২২ সালে দেশ দুটিতে খাদ্যশস্যটির উৎপাদনের মাত্রা ছিল যথাক্রমে ৩৪ কোটি ৮৭ লাখ ৫১ হাজার টন ও ২৭ কোটি ৭২ লাখ টন।


খাদ্যনিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে চীন এ বছর শস্য আবাদ বাড়িয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চলতি বছর আবাদি জমি গত বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বা ৬ লাখ ৩৬ হাজার হেক্টর বেড়েছে। মোট আবাদি জমির পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ হেক্টরে।


পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২৩ সালের এখন পর্যন্ত ২০ কোটি ৬৬ লাখ টন চাল উৎপাদন হয়েছে। আর সয়াবিন উৎপাদন হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টন।


ইনডেক্স মুন্ডির তথ্যমতে, বিশ্বে চীন দ্বিতীয় শীর্ষ ভুট্টা উৎপাদনকারী হলেও রফতানিতে বেশ পিছিয়ে। দেশটিতে উৎপাদিত ভুট্টা অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই বেশি ব্যবহার হয়। বৈশ্বিক বাজারে ভুট্টা রফতানিতে চীনের অবস্থান ৩৩তম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া