চীনে রেকর্ড ২৮ কোটি ৮৮ লাখ টন ভুট্টা উৎপাদন

চীনে রেকর্ড ২৮ কোটি ৮৮ লাখ টন ভুট্টা উৎপাদন

চীনে চলতি বছর রেকর্ড ২৮ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টন ভুট্টা উৎপাদন হয়েছে। গ্রীষ্মকালীন টাইফুনের কারণে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশে ফসলহানি ঘটলেও গত বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ৪ শতাংশ। গতকাল প্রকাশিত চীনের পরিসংখ্যান বিভাগের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


যুক্তরাষ্ট্রের পরই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভুট্টা উৎপাদনকারী চীন। ২০২২ সালে দেশ দুটিতে খাদ্যশস্যটির উৎপাদনের মাত্রা ছিল যথাক্রমে ৩৪ কোটি ৮৭ লাখ ৫১ হাজার টন ও ২৭ কোটি ৭২ লাখ টন।


খাদ্যনিরাপত্তা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে চীন এ বছর শস্য আবাদ বাড়িয়েছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, চলতি বছর আবাদি জমি গত বছরের তুলনায় দশমিক ৫ শতাংশ বা ৬ লাখ ৩৬ হাজার হেক্টর বেড়েছে। মোট আবাদি জমির পরিমাণ দাঁড়িয়েছে ১১ কোটি ৯০ লাখ হেক্টরে।


পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, ২০২৩ সালের এখন পর্যন্ত ২০ কোটি ৬৬ লাখ টন চাল উৎপাদন হয়েছে। আর সয়াবিন উৎপাদন হয়েছে ২ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টন।


ইনডেক্স মুন্ডির তথ্যমতে, বিশ্বে চীন দ্বিতীয় শীর্ষ ভুট্টা উৎপাদনকারী হলেও রফতানিতে বেশ পিছিয়ে। দেশটিতে উৎপাদিত ভুট্টা অভ্যন্তরীণ চাহিদা মেটাতেই বেশি ব্যবহার হয়। বৈশ্বিক বাজারে ভুট্টা রফতানিতে চীনের অবস্থান ৩৩তম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না