ঢাবিতে কীর্তিনাশা’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ঢাবিতে কীর্তিনাশা’র নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘কীর্তিনাশা’ এর উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) ঢাবির ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. মোহাম্মদ হাবিবুল্লাহ কনফারেন্স হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


কীর্তিনাশার সভাপতি তাহমিদুর রহমান সিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিজয় খোরশেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের ডেপুটি রেজিস্টার মো. আবুল খায়ের হিরু, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ ও পরিচালক (অর্থ) সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. হেলাল উদ্দিন।


সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ।


এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন (শরীয়তপুর) ১১ জন শিক্ষার্থীকে কৃতি সংবর্ধনা ও ৪ জনকে কৃতি সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে ৪ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে শিক্ষক নিযুক্ত হওয়া, ৭ জন সরকারি উচ্চপদস্থ পদে নিয়োগ পাওয়ায় কৃতি সংবর্ধনা এবং ৪ জন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় কৃতি সম্মাননা দেওয়া হয়।


অনুষ্ঠানে আবুল খায়ের হিরু বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের যে কোনো বিষয়ে পাশে থাকবো।


অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ সৈয়দ হেমায়েত হোসেন বলেন, শরীয়তপুর জেলার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্রিতে পড়ানোর সুযোগ দেওয়া হবে। এছাড়াও আমি সবসময় তোমাদের পাশে থাকবো। এ সময় তিনি সবাইকে বঙ্গবন্ধু, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ এবং গণতন্ত্রের পক্ষে থাকার আহ্বান জানান।


ডা. মুজিবুর রহমান ও ডা. হেলাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ে শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের যে কোনো চিকিৎসার বিষয়ে সার্বিক সহযোগিতা করার অঙ্গীকার করেন।


অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কীর্তিনাশা’র সাবেক সভাপতি সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় শতাধিক নবীন শিক্ষার্থীকে বরন করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি