এটিএম নিরাপত্তা-সহকর্মীকে সততার পুরস্কার দিলো ব্র্যাক ব্যাংক

এটিএম নিরাপত্তা-সহকর্মীকে সততার পুরস্কার দিলো ব্র্যাক ব্যাংক

ব্র্যাক ব্যাংকের এটিএম নিরাপত্তা-সহকর্মী শাহ্‌ জামাল তার ব্যতিক্রমী সততার নিদর্শন সৃষ্টির জন্য ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম এবং গ্রাহকদের কাছ থেকে প্রশংসা পুরস্কার অর্জন করেছেন।


গত ২৯ নভেম্বর উত্তরায় ব্যাংকের এটিএম বুথে শাহ্‌ জামাল বেশকিছু পরিমাণ নগদ টাকা, একটি মোবাইল হ্যান্ডসেট, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট এবং স্বাক্ষরযুক্ত একটি চেকবই সম্বলিত একটি খাম দেখতে পান। অসাধারণ সততা প্রদর্শনপূর্বক তিনি পাওয়া খামটি নিয়ে প্রকৃত মালিক ফেরত আসার প্রত্যশায় সেই জিনিসপত্রগুলো নিরাপদে সংরক্ষণ করেছিলেন।


খামের মালিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা মোরশেদ আলম এক ঘণ্টা পর উদ্বিগ্ন মনে খামের খোঁজে ফেরত আসেন। সন্ধ্যায় আসা মোরশেদ আলমকে চিনতে পেরে শাহ্‌ জামাল তৎক্ষণাৎ তাকে খামটি ফেরত দেন। যার ফলে, পরের দিন সকালে অনুষ্ঠিত হতে যাওয়া একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে থাকা মোরশেদ আলম তার প্রতিষ্ঠানের সম্ভাব্য আর্থিক এবং সুনামজনিত ক্ষতি এড়াতে সক্ষম হন। জামালের সততায় মুগ্ধ হয়ে তার কর্মকাণ্ডের প্রশংসা করে মোরশেদ আলম তখনই ব্র্যাক ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট বরাবর একটি প্রশংসাপত্র লেখেন।


সততার এমন নিদর্শনের জন্য শাহ্‌ জামালকে সম্মান জানাতে ব্র্যাক ব্যাংক গত ১১ ডিসেম্বর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মোরশেদ আলমসহ উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সৈয়দ আব্দুল মোমেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও সাব্বির হোসেন, হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল আমিন আকবর (অবসরপ্রাপ্ত), হেড অব অল্টারনেট ব্যাংকিং চ্যানেলস নাজমুর রহিম, হেড অব কমিউনিকেশনস ইকরাম কবীর এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


অনুষ্ঠানে এমন সততাকে সম্মান জানিয়ে সৈয়দ আব্দুল মোমেন ব্যাংক থেকে দেওয়া পুরষ্কারের অর্থ ও কিছু উপহার শাহ্‌ জামালের হাতে তুলে দেন। তিনি তার বক্তব্যে শাহ্‌ জামালের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, ‘আমাদের একজন গ্রাহকের হারানো মূল্যবান জিনিসপত্র ফেরত দেওয়ার ঘটনার মধ্য দিয়ে শাহ্‌ জামাল একজন সত্যিকারের হিরো হয়ে উঠেছেন। তার এমন প্রশংসনীয় কাজ আমাদের ব্যাংকের প্রতি গ্রাহকদের যে আস্থা তৈরি হয়েছে, তা প্রতিফলিত করার পাশাপাশি আমাদের সমাজে সৎ কর্মকাণ্ডের প্রতি মানুষকে আরও বেশি অনুপ্রাণিত করবে। শাহ্‌ জামালের মতো একজনকে নিয়োগে সহায়তা করায় আমি প্রিস্টিন সিকিউরিটি সার্ভিস লিমিটেডকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।


শাহ্‌ জামালের সততার প্রতি ব্র্যাক ব্যাংকের সম্মান তার সচ্চরিত্র প্রমাণের পাশাপাশি নৈতিকতা বিষয়ে এবং গ্রাহকদের আস্থা অর্জনে ব্র্যাক ব্যাংক যে সবসবময় প্রতিশ্রুতিবদ্ধ, তার-ই বহিঃপ্রকাশ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন