এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) সভাপতি জয় শাহর কাছ থেকে বাংলাদেশ এদিন বুঝে নেয় শ্রেষ্ঠত্বের শিরোপা। এরপরেই অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বির ট্রফি নিয়ে চলে যান সতীর্থদের কাছে। তবে এদিন টিভিপর্দায় চোখ রাখা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে রাব্বির এই হেঁটে যাওয়াই যোগ করেছে বাড়তি বিনোদনের মাত্রা।
ট্রফি হাতে নিয়ে খানিক ঝুঁকে রাব্বি যেমন হেলেদুলে হেঁটে গিয়েছেন, আর পুরো বাংলাদেশ দল যেভাবে হাততালি দিয়েছে তাতে ১ বছর আগের ফুটবল বিশ্বকাপের স্মৃতিটাই ফিরে এলো ক্রীড়াভক্তদের মাঝে। অবিকল আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির মতো করেই হেলেদুলে হেঁটেছেন। ট্রফিতে হালকা চুমু দিয়ে উঁচিয়ে ধরেছেন বহুল আরাধ্য এই ট্রফিকে।
এর আগে, দিনের শুরুতেই বাংলাদেশ জয়ের ভিত পেয়েছিল ব্যাটারদের কল্যাণে। আশিকুর রহমান শিবলীর ১২৯ রানের ম্যারাথন ইনিংসের সঙ্গে চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৬০ আর আরিফুল ইসলামের ৫০ বাংলাদেশকে এনে দেয় ২৮২ রানের বিশাল সংগ্রহপ
এরপর বল হাতে বাংলাদেশের দুই পেসার মারুফ মৃধা আর রোহানাত দৌলা বর্ষন আগুন ঝরিয়েছেন। দুজনেই পেয়েছেন তিনটি করে উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন ইকবাল হোসেন ইমন এবং শেখ পারভেজ জীবন। আরব আমিরাত গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে। বাংলাদেশ এশিয়া কাপের ফাইনাল জেতে ১৯৫ রানের বিশাল ব্যবধানে।