আয়কর রিটার্ন প্রস্তুতকারী তালিকাভুক্তির পরীক্ষার আবেদন শুরু

আয়কর রিটার্ন প্রস্তুতকারী তালিকাভুক্তির পরীক্ষার আবেদন শুরু

আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (১৭ ডিসেম্বর) থেকে কর অভিজ্ঞান পরীক্ষার জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।


বরিবার বিসিএস (কর) একাডেমির পরিচালক মো. হাফিজ আল আসাদের স্বাক্ষরিত এনবিআরের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


সরকারি চাকরিতে কর্মরত নয়, এমন বাংলাদেশীদের কাছ থেকে আবেদন চাওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদন করতে হলে আরো যেসব যোগ্যতা থাকতে হবে, যথাক্রমে- স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, স্বাভাবিক ব্যক্তি করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে সম্যক ধারণা, কম্পিউটার ও আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান, টিআইএনধারী হতে হবে এবং হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ থাকতে হবে।


এনবিআরের বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, কর আইনজীবীদেরও ২৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে, তবে তাদেরকে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। এনবিআর তাদের যোগ্যতার সনদ ও হালনাগাদ আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ যাচাই করেই আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ প্রদান করবে।


আয়কর রিটার্ন প্রস্তুতকারী সহায়িকা ২০২৩ এরই মধ্যে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এনবিআর সূত্রে জানা যায়, এ প্রকাশনাটিই পরীক্ষার্থীরা তাদের সহায়ক বই হিসেবে ব্যবহার করতে পারবে। পরীক্ষার সময়সূচি বিসিএস কর একাডেমির ওয়েবসাইটে পরবর্তীতে প্রকাশ করা হবে।


পরীক্ষায় উত্তীর্ণদের আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ দেয়া হবে।


সনদ পাওয়ার পরে তাদেরকে আবার এনবিআরের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এনবিআরের কর (বিসিএস) একাডেমি পরিচালনা করছে পুরো প্রক্রিয়াটি। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে আয়কর রিটার্ন প্রস্তুতকারীর আবেদন চেয়ে বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে। সরকারি মালিকানার মোবাইল ফোন অপারেটর টেলিটকের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ