ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের (আইবিসিএফ) রিসার্চ অ্যান্ড ট্রেনিং একাডেমি আয়োজিত ‘ডিজিটাল ব্যাংক: ইস্যুজ, চ্যালেঞ্জেস, অপর্চুনিটিজ অ্যান্ড পোটেনশিয়াল ফর ডিজিটাল ইসলামিক ব্যাংকস ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ে গেলো। সম্প্রতি বিএবি কার্যালয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সাবেক রাষ্ট্রদূত এবং ওআইসি’র সাবেক সহকারী মহাসচিব মোহাম্মদ মহসিন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক বিআরপিডি’র নির্বাহী পরিচালক মো. আলী আকবর ফরাজি, সোস্যাল ইসলামী ব্যাংক পিলসির ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যমুনা ব্যাংক পিলসির অডিট কমিটির চেয়ারম্যান মো. আব্দুর রহমান সরকার এবং আইসিবি ইসলামীক ব্যাংক লিমিটেডের সতন্ত্র পরিচালক মো. ফরিদউদ্দিন আহমেদ বিশেষ অতিথি ছিলেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাশরুর আরেফিন। কর্মশালার উদ্ভোধনী ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইবিসিএফর ভাইস চেয়ারম্যান এ কে এম নুরুল ফজল বুলবুল।
প্রধান অতিথি মোহাম্মদ মহসিন তার বক্তব্যে অর্ন্তভূক্তিমূলক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতীয় আর্থিক অর্ন্তভুক্তির কৌশল ও প্রান্তিক জনগোষ্ঠির মধ্যে আর্থিক সেবা অর্ন্তভুক্তির লক্ষ্যে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা উদ্দেশ্যে বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং গাইড লাইন প্রণয়ণ উদ্দ্যেগের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, এ ওয়ার্কশপের মাধ্যমে ইসলামী ব্যাংকারদের কাছে ডিজিটাল ইসলামী ব্যাংকিং ধারণাকে জনপ্রিয় করতে আইবিসিএফ-এর এ প্রচেষ্টা প্রশংসনীয়।
কর্মশালায় ১৬টি ব্যাংকের ৩১জন মধ্যম পর্যায়ের নির্বাহী কর্মকর্তা অংশগ্রহন করনে।