স্বর্ণ মজুদে রেকর্ড উচ্চতায় রাশিয়া

স্বর্ণ মজুদে রেকর্ড উচ্চতায় রাশিয়া
চলতি বছরের নভেম্বরে স্বর্ণ মজুদে নতুন রেকর্ড গড়েছে রাশিয়া। মাসটিতে রিজার্ভে থাকা স্বর্ণের মূল্য ১৫ হাজার ১৯০ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে সম্প্রতি জানিয়েছে ব্যাংক অব রাশিয়া। খবর আরটি।

রাশিয়ায় অক্টোবরের চেয়ে নভেম্বরে ২ দশমিক ২ শতাংশ বা ৩১৯ কোটি ৮০ লাখ ডলারের স্বর্ণ মজুদ বেড়েছে। তবে অর্থমূল্যে মজুদ বাড়লেও পরিমাণগত দিক থেকে স্বর্ণের মজুদ বাড়েনি ব্যাংক অব রাশিয়ার। তথ্য বলছে, রাশিয়ার মজুদকৃত স্বর্ণের পরিমাণ টানা দুই মাস ধরে কমছে। নভেম্বরেও ১৬ টন কমে মজুদ দাঁড়িয়েছে ২ হাজার ৩১৫ টনে।

ডিসেম্বরে এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে রাশিয়ার ৫৯ হাজার ২৩৫ কোটি ২০ লাখ ডলার মূল্যের স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা রিজার্ভে রয়েছে। এর মধ্যে বৈদেশিক মুদ্রাই ৪১ হাজার ২২৬ কোটি ১০ লাখ ডলারের।

ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করায় ২০২২ সালের মার্চে রাশিয়ার অর্ধেক বৈদেশিক রিজার্ভ আটকে দিয়েছে পশ্চিমা কেন্দ্রীয় ব্যাংকগুলো। তবে স্বর্ণ ও চীনের ইউয়ানসহ কিছু বিদেশী মুদ্রা রাশিয়ার অভ্যন্তরেই ছিল।

বিনিয়োগ সংস্থা ইনভেসকো পরিচালিত জরিপে ৬০ শতাংশ অংশগ্রহণকারী জানায়, রাশিয়ার প্রায় অর্ধেকের বেশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাজেয়াপ্ত করার পর স্বর্ণ আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না