চল্লিশ কাঠা জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

চল্লিশ কাঠা জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৪০ কাঠা (দুই বিঘা) জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দক্ষিনমুখী, বাণিজ্যিক কাম-আবাসিক প্লট কিনবে প্রতিষ্ঠানটি। গতকাল (১৭ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ জমিটি কিনতে মোট ৬৮ কোটি টাকা খরচ করবে। যেখানে কাঠা প্রতি ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় করবে কোম্পানিটি। এর মধ্যে রাস্তা নির্মাণ, ভূমি উন্নয়ন, আরসিসি ড্রেনেজ খরচ, সার্ভিস চার্জ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড থেকে কেনা জমিটিতে কোম্পানিটি কর্পোরেট অফিস নির্মাণ করবে।

জানা যায়, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড জমি কেনার রেজিস্ট্রেশন খরচ, ভ্যাট, ট্যাক্স এবং অন্যান্য চার্জ বহন করবে।

এর আগে গত ২২ অক্টোবর বসুন্ধরা আবাসিক এলাকায় এক বিঘা জমি কেনার কথা জানিয়েছিলো অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ ব্যাপারে ডিএসইতেও একটি সংবাদ প্রচারিত হয়। তবে নতুন সিদ্ধান্ত নেওয়ায় আগের সিদ্ধান্তটি বাতিল হবে বলে জানায় কোম্পানিটি।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত