জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বাংলাদেশ কওমী ছাত্র পরিষদের উদ্যোগে জাতীয় হিফজুল হাদিস প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ ডিসেম্বর) রাজধানী ঢাকার একটি অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

সারাদেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে পর্যায়ক্রমে বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গত রোববার প্রতিযোগিতার চূড়ান্ত বাছাইয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে মোট ২৫ জনকে পুরস্কৃত করা হয়।

এতে ১ম স্থান অধিকার করেছে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী আবদুল আজিজ, ২য় স্থান অধিকার করেছে সিলেট বিভাগের মাদয়ান মাহির, ৩য় স্থান অধিকার করেছে চট্টগ্রাম বিভাগের মো. আশরাফুল ইসলাম।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে যথাক্রমে ২৫ হাজার, ১৫ হাজার, ১০ হাজার টাকা সমমূল্যের পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া বাকিদের নগদ অর্থসহ ক্রেস্ট, সনদ ও কিতাব প্রদান করা হয়।

পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আ.স.ম আল আমিনের পরিচালনা ও সদস্য সচিব আসাদুজ্জামান নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি নদভী। এ সময় তিনি হিফজুল হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে এ ধরনের আয়োজন আরও বেশি করা দরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া আরাবিয়া দারুল উলুম দেওভোগ নারায়নগঞ্জ মাদরাসার মুহতামিম শায়খুল হাদিস মাওলানা আবু তাহের জিহাদী । এতে প্রধান আলোচক ছিলেন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদিস শায়েখ আবু নোমান আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন মাদরাসাতুল হুদা বাসাবো, ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুর রাযযাক কাসেমী নদভী। জামালুল কুরআন গেন্ডারিয়া ঢাকার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যানবাহনে চলাচলের তাসবিহ ও দোয়া পড়ার নিয়ম
জুমার জন্য যে ৪ কাজ জরুরি
সৌদির নতুন গ্র্যান্ড মুফতি ড. শায়খ সালেহ বিন হুমাইদ
চাঁদ দেখা গেছে, রবিউস সানি মাস শুরু বুধবার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে বর্ণাঢ্য জাতীয় কর্মসূচি
মুখ ঢেকে নামাজ আদায় করা কি মাকরুহ?
জুমার দিনের ১০ আমল
হজ ও ওমরাহ নিয়ে বিশাল সুখবর
জোহর-আসর নামাজের কেরাত আস্তে পড়তে হয় কেন?