রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সিইসির ওপর আস্থা রাখতে হবে

রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের সিইসির ওপর আস্থা রাখতে হবে
রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীরা যদি কমিশনের ওপর আস্থা রাখতে না পারেন এবং পারস্পরিক নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন দুরূহ হয়ে পড়বে।

আজ মঙ্গলবার সকালে রংপুরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রার্থিতা ফিরে পেলেন শামীম, থাকছেন না সাদিক আবদুল্লাহ
এতে ভোটের মাঠে লেবেল প্লেয়িং ফিল্ড বজায়, আচরণ বিধি মেনে চলা, নিয়ম মেনে প্রচার প্রচারণা করাসহ ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি জানান, সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচন আচরণ বিধি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা।

তিনি বলেন, প্রার্থীদের নির্বাচনের আচরণবিধির বিষয়ে সতর্কবার্তা দেয়া হয়েছে। যাতে ভোটে অংশ নেয়া প্রার্থীরা সবাই সমান সুযোগ পান।

বৈঠকে প্রার্থীদের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুজ্জামান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা