প্লাস্টিক শিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে এফআইআরসির কার্যক্রম শুরু

প্লাস্টিক শিল্পে দক্ষ কর্মী গড়ে তুলতে এফআইআরসির কার্যক্রম শুরু

দেশের প্লাস্টিক শিল্পের জন্য দক্ষ কর্মী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার (এফআইআরসি)। এ বিষয়ে কৌশল প্রণয়ন এবং তা সঠিকভাবে বাস্তবায়নের স্বার্থে বেসরকারি খাত, শিক্ষা প্রতিষ্ঠান সমুহ এবং সরকারের বিভিন্ন সংস্থা ও বিভাগের প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এফআইআরসি এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের (এফআইআরসি) চেয়ারম্যান এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন।


দেশে টেকসই উন্নয়ন বাস্তবায়ন এবং সার্কুলার ইকোনমির প্রসারে প্লাস্টিক শিল্প ও কর্মীদের দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরে এফআইআরসির চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বলেন, আমাদের প্লাস্টিক শিল্পের বিপুল সম্ভাবনা যেমন আছে, তেমনই অনেক চ্যালেঞ্জও রয়েছে। অন্যান্য খাতের মতো প্লাস্টিক শিল্পেও দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনে অপর্যাপ্ততা রয়ে গেছে। সরকার, বেসরকারি খাত এবং একাডেমিয়ার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এসব চ্যালেঞ্জ কাটিয়ে উঠা সম্ভব বলে আমি মনে করি।


প্লাস্টিক পণ্যের অভ্যান্তরিন বাজারও বিশাল, যা ক্রমেই বড় হচ্ছে জানিয়ে মো. জসিম উদ্দিন বলেন, জগ, বালতির মত গৃহস্থালি পণ্য থেকে শুরু অটোমোবাইল কিংবা এয়ারক্র্যাফট শিল্পেও প্লাস্টিকের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। এই বাজারে জায়গা করে নিতে হলে ভ্যালু অ্যাডিশন এবং হাই-এন্ড প্লাস্টিক পণ্য উৎপাদনের সক্ষমতা অর্জনের বিকল্প নেই।


তথ্য বলছে, ২০২২-২০২৩ অর্থবছরে প্রায় ২০৯ মিলিয়ন ডলারের প্লাস্টিক পণ্য সরাসরি রপ্তানি করেছে বাংলাদেশ। তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পের সহশিল্প হিসেবে রপ্তানি হয়েছে ৯৫০ মিলিয়ন ডলারের প্লাস্টিক।


সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন বলেন, চতুর্থ শিল্প বিপ্লব এবং এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জকে সামনে রেখে বর্তমানে দক্ষতা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবন খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে প্লাস্টিক শিল্পের কর্মীদের দক্ষাতা উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবনে এফআইআরসির এমন উদ্যোগ প্রসংশার দাবিদার।


এসময়, শিল্পের অংশীজন এবং একাডেমিয়াকে সঙ্গে নিয়ে প্লাস্টিক খাতের উন্নয়নে সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরির পরামর্শ দেন মো. আখতার হোসেন। শিল্পের বিদ্যমান সমস্যার সমাধানে সরকারের পক্ষ থেকে সহযোগীতা করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।


সমন্বয় সভায় অংশ নিয়ে এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, শিল্পের চাহিদা অনুযায়ি দক্ষ কর্মী তৈরিতে এফআইআরসি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সকল অংশীজনকে নিয়ে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অগ্রসর হওয়ার পরামর্শ তার।


এফআইআরসির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআইর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু জানান, দেশে ছোট-বড় মিলিয়ে ৬০০০ প্লাস্টিক শিল্প গড়ে উঠেছে। বর্তমানে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য অভ্যন্তরীণভাবে উৎপাদন এবং বাজারজাত হচ্ছে। এই খাতে প্রায় ১৩ লাখ মানুয়ের কর্মসংস্থান হয়েছে। এই শিল্পের জন্য দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে বাংলাদেশ ইন্সটিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিআইপিইটি) প্রতিষ্ঠিত হলেও পাবলিক, প্রাইভেট এবং একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধনের ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।


উল্লেখ্য, সভায় প্লাস্টিক শিল্পে কর্মীদের দক্ষতা বিষয়ে সিটিও ফোরাম বাংলাদেশ এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সাথে পৃথক দু’টি সমঝোত চক্তি স্বাক্ষর করে এফআইআরসি।


অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এফআইআরসির ভাইস চেয়ারম্যান এবং এফবিসিসিআইর সাবেক সহ-সভাপতি এম এ মোমেন, এফআইআরসির পরিচালকবৃন্দ, এফবিসিসিআইর বর্তমান ও সাবেক পরিচালকবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা বিকর্ণ কুমার ঘোষ, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিজিএমইএ) সভাপতি মো. শামিম আহমেদ, শিক্ষাবিদ ও পরামর্শকগন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন