শুধুমাত্র নারীদের জন্য চালুকৃত ব্যাংকের ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি প্রদানের উদ্দেশ্যে প্রথম আলো ট্রাস্টের সাথে ব্র্যাক ব্যাংক চুক্তি স্বাক্ষর করেছে। গত ২৮ নভেম্বর প্রথম আলো’র কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি একটি যুগান্তকারী কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা উদ্যোগ, যা নারীদের উচ্চশিক্ষা গ্রহণ করতে এবং তাদের স্বপ্নের শিখরে পৌঁছাতে সহায়তা করবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক পিএলসি’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার অ্যান্ড চেয়ারপারসন অব সাস্টেইনেবল ফাইন্যান্স কমিটি সাব্বির হোসেন এবং হেড অব কমিউনিকেশন ইকরাম কবীর।
প্রথম আলো ট্রাস্টের পক্ষে স্বাক্ষর করেন ট্রাস্টের সভাপতি রূপালী চৌধুরী এবং সমন্বয়ক মাহবুবা সুলতানা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ উভয় পক্ষের অন্যান্য কর্মকর্তাগণ।
প্রথম আলো ট্রাস্টের ‘অদম্য মেধাবী’ শিক্ষাবৃত্তি প্রকল্পে ২০১০ সালে যুক্ত হয় ব্র্যাক ব্যাংক, যেখানে ব্যাংকের সহায়তায় এ পর্যন্ত মোট ৯৪১ জন ছাত্রছাত্রী বৃত্তি পেয়েছেন।
এ বছর ব্র্যাক ব্যাংক শুধুমাত্র ছাত্রীদের জন্য ‘অপরাজেয় তারা’ শিক্ষাবৃত্তি চালু করে। প্রথম আলো ট্রাস্টের সাথে ‘অপরাজেয় তারা’ চুক্তির আওতায় প্রতি বছর এইচএসসিতে ৫০ জন ও স্নাতক পর্যায়ে (শর্ত পূরণ সাপেক্ষে) শুধু নারী, প্রতিবন্ধী নারী ও ট্রান্সজেন্ডার নারী শিক্ষার্থীদের দেওয়া হবে এই শিক্ষাবৃত্তি।