বিআইসিএম রিসার্চ সেমিনার-২৯ অনুষ্ঠিত

বিআইসিএম রিসার্চ সেমিনার-২৯ অনুষ্ঠিত
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-২৯ অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ ডিসেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টালি পে এর ব্যবস্থাপনা পরিচালক ড. শাহাদাত খান, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক মো. নাজিম হোসাইন সাত্তার ও বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মোহাম্মাদ আশিকুর রহমান।

সেমিনারে ‘ইনভেস্টিগেটিং দ্য সিগনিফিকেন্স অব এসএমই লোনস অন দ্য সিএমএসএমই এন্ট্রেপ্রেনারস সোসিও-ইকোনমিক ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইসিএমের প্রভাষক গৌরব রায়।

বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট ড. মাহমুদা আক্তার, প্রভাষক গৌরব রায় (গবেষণা কর্মের মূল লেখক) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অনিন্দ্রা ঘোষ যৌথভাবে গবেষণাটি সম্পন্ন করেন। তাঁদের ৪৬৭টি সিএমএসএমই প্রতিষ্ঠানের উপর করা যৌথ গবেষণায় দেখা যায় যে, বাংলাদেশের এসএমই সেক্টরে প্রদত্ত ঋণ কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম ও লার্জ এন্টারপ্রাইজের উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখে।

গবেষণায় আরও দেখা যায়, এসএমই ঋণের কারণে কটেজ, মাইক্রো ও স্মল এন্টারপ্রাইজের উদ্যোক্তারা মিডিয়াম ও লার্জ এন্টারপ্রাইজের উদ্যোক্তাদের তুলনায় অধিক আর্থসামাজিক উন্নয়য়ে অবদান রেখেছেন ও অধিকতর উপকৃত হয়েছেন।

সভাপতির বক্তব্যে ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট বিজয়ের মাসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বিআইসিএমের রিসার্চ সেমিনার সমূহের মূল লক্ষ্য থাকে গবেষক ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের যোগসূত্র তৈরি করা। তাই এই সেমিনার থেকে আলোচকবৃন্দের পরামর্শ গ্রহণ করে নতুন গবেষণা করার ব্যাপারে উদ্বুদ্ধ করেন তিনি।

রিসার্চ সেমিনারটি সঞ্চালনা করেন বিআইসিএমের প্রভাষক কালবীন ছালিমা। এ সময় বিআইসিএমের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সকল অনুষদ সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন