১২ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

১২ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শীতকালীন অবকাশ ও যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ১২ দিনের ছুটি পেয়েছে।


বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর থেকে ০৩ জানুয়ারী পর্যন্ত শ্রেণী পাঠদান বন্ধ থাকবে এবং ০১ জানুয়ারী পর্যন্ত অফিস সমূহ বন্ধ থাকবে।


তবে বন্ধ-কালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরী সেবা সমূহ যেমন- চিকিৎসা, পানি, বিদ্যুৎসহ নিরাপত্তা ও এস্টেট চালু থাকবে। এসময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রহরীদের দায়িত্ব পালনেও নির্দেশ দেওয়া হয়েছে।


এদিকে, প্রভোস্ট কাউন্সিল ১২৬তম জরুরী সভায় শীতকালীন অবকাশের সময় প্রতি হলে রাতে অন্তত অতিরিক্ত ২জন এবং দিনে অন্তত ১জন নিরাপত্তা প্রহরী প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি