ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পেলো যে ১০ কর্মকর্তা

ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পেলো যে ১০ কর্মকর্তা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার শুধু ব্যালট পেপার ছাপানো হলেই নির্বাচনী সার্বিক কাজ সম্পন্ন হবে। সেই লক্ষ্যে প্রতীকসহ ব্যালট পেপার ছাপাতে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে ইসি।


বুধবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত আদেশে ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।


চিঠিতে ইসি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল হতে প্রতীক বরাদ্দের পর যাচাই-বাছাইসহ ব্যালট পেপার মুদ্রণ এবং প্রাসঙ্গিক কার্যক্রম গ্রহণে ১০ জন কর্মকর্তাকে প্রতিকল্প কর্মকর্তা হিসেবে বিজি প্রেসে উপস্থিত থেকে মুদ্রণ কাজ তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাথে প্রত্যেক অঞ্চল হতে একজন করে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার/অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বা অনুরূপ কর্মকর্তা ঢাকায় অবস্থান করে নিজ নিজ অঞ্চলের ব্যালট পেপার মুদ্রণের কাজ সার্বক্ষণিক তদারকি করবেন।


ঢাকা অঞ্চলের দায়িত্ব পালন করবেন ইসির উপসচিব মুহাম্মদ মোশাররফ হোসেন, ময়মনসিংহ অঞ্চলে উপসচিব মোহাম্মদ মুঞ্জুরুল আলম, রংপুর অঞ্চলের দায়িত্বে উপসচিব মো. নওয়াবুল ইসলাম, কুমিল্লা অঞ্চলে উপসচিব মো. রফিকুল ইসলাম, চট্টগ্রাম অঞ্চলে মো. আবুল হোসেন, খুলনা অঞ্চলে সোহেল সামাদ, ফরিদপুর অঞ্চলে মো. শাহ আলম, রাজশাহীর দায়িত্বে মোহাম্মদ শুকুর মাহমুদ মিঞা, বরিশাল অঞ্চলে নুর নাহার ইসলাম এবং সিলেট অঞ্চলে জেবুন নাহার ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব পালন করবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা