হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেওয়ার সুযোগ!

হোয়াটসঅ্যাপ থেকে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দেওয়ার সুযোগ!
হোয়াটসঅ্যাপে আপনি যে স্ট্যাটাস দেবেন তা আপলোড হবে ইনস্টাগ্রামে। এমনই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। অনেকেই হোয়াটসঅ্যাপে নিয়মিত স্ট্যাটস দেন কিন্তু ইনস্টাগ্রামে তেমন অ্যাকটিভ থাকেন না। তাদের জন্য এই ফিচার বেশ কাজে লাগবে বলে আশা করা হচ্ছে।

এই অ্যাপ সেটিংস থেকে ব্যবহারকারীরা চাইলে ফিচারটি চালু বা বন্ধ করতে পারবে। ইনস্টাগ্রামে স্ট্যাটাস শেয়ারে ব্যবহারকারীদের ম্যানুয়াল সিলেকশন শর্টকাটও দেয়া হবে। যার মাধ্যমে পুরো শেয়ারিং কার্যক্রম নিয়ন্ত্রণে থাকবে।

ওয়েবেটা ইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, গুগল প্লে বেটা প্রোগ্রামে অধীনে 2.23.25.20 ভার্সনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের পরীক্ষামূলকভাবে এই ফিচার দেওয়া হচ্ছে। পরীক্ষা সফল হলে তবেই সবাই এটি ব্যবহার করতে পারবেন।

এই ফিচার ছাড়াও হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সরাসরি ফেসবুকে আপলোড হবে এমন একটি ফিচার নিয়েও কাজ শুরু করেছে মেটা। তবে এই ফিচার সম্পূর্ণ অপশনাল রাখা হবে। ব্যবহারকারী চাইলে এটির সুবিধা নিতে পারেন অথবা এড়িয়ে যেতেও পারেন।

স্ট্যাটাস দেওয়ার বিষয়টি নিয়ে কাজ করার পাশাপাশি সম্প্রতি চ্যাট ফিল্টার ফিচারও এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা প্রয়োজন ও ধরন অনুযায়ী তাদের কথোপকথনের তালিকা তৈরি করতে পারবে। ফিল্টারিং ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা ক্যাটাগরি অনুযায়ী কথোপকথনের তালিকা তৈরি করতে পারবে।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়