প্রতিবেদনে বলা হয়, আবুধাবিভিত্তিক বিগ টিকিটের সাপ্তাহিক লটারিতে ১ মিলিয়ন দিরহাম জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। বাংলাদেশি অর্থে যা ২ কোটি ৯৭ লাখ ৯৫ হাজার ১৯৫ টাকা।
৫৬ বছর বয়সী মোহাম্মদ আমিরাতে একজন ব্যক্তিগত গাড়িচালক হিসেবে কাজ করেন। বন্ধুদের কথা শুনে গত এক বছর ধরে বিগ টিকিটের লটারি কিনছেন তিনি। এক বছরের মধ্যেই কপাল খুলে গেছে তার। মুহূর্তের মধ্যেই তিনি হয়ে গেছেন কোটিপতি।
লটারিতে ৩ কোটি টাকা জেতার পর মোহাম্মদ বলেন, ‘আমরা ১৯ জনের একটি দল। গত এক বছর থেকে আমরা প্রতি মাসে লটারির টিকিট কিনছি। এটি নিয়ে তৃতীয়বারের মতো আমার নামে টিকিট কিনেছিলাম। আমরা বিশেষ অফারে দুটি কিনলে দুটি ফ্রিতে চারটি টিকিট কিনেছিলাম। আমি দুটি টিকিট পছন্দ করেছিলাম। আর আমার বন্ধু দুটি টিকেট পছন্দ করেছিল। যে টিকিটটি বিজয়ী হয়েছে সেটি আমিই বেছে নিয়েছিলাম। আমাদের এই জয়ের জন্য আমি অনেক খুশি।’
এমআই