বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে এই মামলা করা হয়।
ফেসবুক লাইভে এসে মামলার বাদীকে 'খারাপ মেয়ে' বলায় মামলাটি করেছেন ভিপি নুরের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার অভিযোগে করা মামলার বাদী সেই ঢাবি ছাত্রী।
আদালতের পেশকার শামীম আল মামুন জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় করা মামলার আরজিতে দুইজনকে সাক্ষী করা হয়েছে।
বিচারক ওই শিক্ষার্থীর জবানবন্দি নিয়ে আগামী ২৯ নভেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ২০ সেপ্টেম্বর নুরের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। এ অভিযোগে ওইদিন লালবাগ থানায় মামলা করেন তিনি।
এদিকে গত ৮ অক্টোবর থেকে নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে অনশনে বসেছেন মামলার বাদী এই ছাত্রী।
অনশন শুরুর দুই দিন পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাসপাতাল থেকে বেরিয়ে ফের সেই জায়গায় বসে তিনি অনশন চালিয়ে যাচ্ছিলেন।