অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের আরও দরপতন

অন্যান্য মুদ্রার বিপরীতে ডলারের আরও দরপতন

আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের মান আরও কমেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) মার্কিন কারেন্সির দাম গত ৪ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।


সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, শিগগিরই মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। সেটার ওপর নির্ভর করে সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। এর আগে ডলারের দরপতন ঘটেছে।


আলোচ্য কার্যদিবসে প্রধান ৬ বৈশ্বিক মুদ্রার বিপরীতে ডলার সূচক নিম্নগামী হয়েছে শূন্য দশমিক ২ শতাংশ। বর্তমানে যা ১০১ দশমিক ৬৪ পয়েন্টে অবস্থান করছে। সবমিলিয়ে চলতি সপ্তাহে সূচকটি নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৭৩ শতাংশ। এর আগে, গত সপ্তাহে যে হার ছিল ১ দশমিক ৩ শতাংশ।


এদিকে, পিপারস্টোনের গবেষণা প্রধান ক্রিস ওয়েস্টন বলেন, মার্কিন মুলুকে মূল্যস্ফীতি হ্রাসের সম্ভাবনা রয়েছে। এমনটি হলে ২০২৪ সালের শুরুতে সুদের হার কমাতে পারে ফেড। ফলে ডলার দুর্বল হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ