এসএমই মেলা শুরু হবে যেদিন

এসএমই মেলা শুরু হবে যেদিন
দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের অন্যতম বড় সম্মেলন হয় জাতীয় এসএমই পণ্য মেলা পেছানো হয়েছে। তবে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা করছে আয়োজক কমিটি।

সাধারণত, প্রতি বছরের নভেম্বর মাসে জাতীয় এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ থেকে ১১ নভেম্বরে ১১তম জাতীয় এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে বিবেচনায় রেখে এ মেলার তারিখ পেছানো হয়েছে।

মেলার আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, নভেম্বরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সমাপনী পরীক্ষা থাকায় উদ্যোক্তারা মেলার সময় পেছানোর অনুরোধ জানান। এরপর জাতীয় নির্বাচনের বাস্তবতা ও বাণিজ্য মেলার সময়ের কথা চিন্তা করে এসএমই মেলার সময় পিছিয়ে ফেব্রুয়ারিতে শুরুর পরিকল্পনা করা হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা করছেন তাঁরা। তবে এর আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে রাখছে সংস্থাটি।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ