এসএমই মেলা শুরু হবে যেদিন

এসএমই মেলা শুরু হবে যেদিন
দেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) উদ্যোক্তাদের অন্যতম বড় সম্মেলন হয় জাতীয় এসএমই পণ্য মেলা পেছানো হয়েছে। তবে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা করছে আয়োজক কমিটি।

সাধারণত, প্রতি বছরের নভেম্বর মাসে জাতীয় এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ থেকে ১১ নভেম্বরে ১১তম জাতীয় এসএমই পণ্য মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনকে বিবেচনায় রেখে এ মেলার তারিখ পেছানো হয়েছে।

মেলার আয়োজক প্রতিষ্ঠান এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মো. মাসুদুর রহমান বলেন, নভেম্বরে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সমাপনী পরীক্ষা থাকায় উদ্যোক্তারা মেলার সময় পেছানোর অনুরোধ জানান। এরপর জাতীয় নির্বাচনের বাস্তবতা ও বাণিজ্য মেলার সময়ের কথা চিন্তা করে এসএমই মেলার সময় পিছিয়ে ফেব্রুয়ারিতে শুরুর পরিকল্পনা করা হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা করছেন তাঁরা। তবে এর আগে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে রাখছে সংস্থাটি।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

তিন দেশ থেকে ২ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
মন্দিরে দায়িত্বরত পুলিশের গুলি চুরি, ওসিসহ ৮ জন প্রত্যাহার
৫ আগস্টের পর চাঁদাবাজি বেড়েছে: অর্থ উপদেষ্টা
দুর্গাপূজার ছুটিতে শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি
আগামী অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ শতাংশ: এডিবি
স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়লো
ফের বাড়লো স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৫ হাজার
তিন প্রকল্পে ৩ হাজার ৬২৯ কোটি টাকা দেবে এডিবি
দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ মঙ্গলবার
রোহিঙ্গাদের জন্য ৩.৪ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান