পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ তারাকান্দা ময়মনসিংহে জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২১ ডিসেম্বর কোম্পানির পর্ষদ সভায় ময়মনসিংহের মাছের খামার লিজ দেওয়ার পরিবর্তে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। ইনটেকের পর্ষদ কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা আজম আলীকে মাছের খামার কেনার জন্য আগ্রহী ক্রেতা খুঁজতে বলা হয়েছে।
কোম্পানিটি এক হাজার ৮৪৯ ডেসিমেল জমি বিক্রি করবে সর্বোচ্চ দামে। এই জমি বিক্রির অর্থ কোম্পানিটি ঋণ পরিশোধ এবং ব্যবসা সম্প্রসারণের কাজে ব্যবহার করবে।