ফরাসি ব্যাংকের শেয়ার কিনছে রাশিয়ার ব্যাংক

ফরাসি ব্যাংকের শেয়ার কিনছে রাশিয়ার ব্যাংক
রাশিয়ার বিভিন্ন বড় কোম্পানির মালিকানায় ফ্রান্সের বহুজাতিক ব্যাংক সোসাইটি জেনারেলের অংশীদারত্ব রয়েছে। রাশিয়ার এসব কোম্পানিতে সোসাইটি জেনারেলের মালিকানার শেয়ার বা অংশীদারত্ব কিনে নিতে নতুন এক ফরমান জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল রোববার ভ্লাদিমির পুতিনের সই করা ওই ফরমানে বলা হয়েছে, রাশিয়ার বড় কোম্পানিগুলোয় সোসাইটি জেনারেলের অংশীদারত্ব কিনে নিতে পারবে রাশিয়ার আরেক ব্যাংক ‘রসব্যাংক’। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

পুতিনের ওই ফরমানে রাশিয়ার বিভিন্ন শিল্প খাতের বেশ কয়েকটি বড় কোম্পানিতে থাকা সোসাইটি জেনারেলের শেয়ার বা অংশীদারত্ব কেনার অনুমতি দেওয়া হয়েছে। রাশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী ভ্লাদিমির পোটানিনের মালিকানাধীন রসব্যাংক এসব শেয়ার কিনতে পারবে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জ্বালানি কোম্পানি রসনেফট ও গাজপ্রম, ইস্পাত কোম্পানি নরিলস্ক নিকেল, সেভারস্টল ইত্যাদি।

রসব্যাংকও একসময় ফ্রান্সের সোসাইটি জেনারেলের মালিকানায় ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর সোসাইটি জেনারেল রসব্যাংকে থাকা তাদের অংশীদারত্ব বিক্রির সিদ্ধান্ত নেয়। পরে ভ্লাদিমির পোটানিনের মালিকানাধীন ইন্টেরোস ক্যাপিটাল ৩৩৮ কোটি ডলারে রসব্যাংক কিনে নেয়।

এবার রসব্যাংকের মাধ্যমে রাশিয়ার অন্য কোম্পানিতে থাকা সোসাইটি জেনারেলের শেয়ারগুলো কিনতে ফরমান জারি করলেন পুতিন। রসব্যাংকের বর্তমান মালিক ভ্লাদিমির পোটানিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া