গতকাল রোববার ভ্লাদিমির পুতিনের সই করা ওই ফরমানে বলা হয়েছে, রাশিয়ার বড় কোম্পানিগুলোয় সোসাইটি জেনারেলের অংশীদারত্ব কিনে নিতে পারবে রাশিয়ার আরেক ব্যাংক ‘রসব্যাংক’। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
পুতিনের ওই ফরমানে রাশিয়ার বিভিন্ন শিল্প খাতের বেশ কয়েকটি বড় কোম্পানিতে থাকা সোসাইটি জেনারেলের শেয়ার বা অংশীদারত্ব কেনার অনুমতি দেওয়া হয়েছে। রাশিয়ার অন্যতম ধনী ব্যবসায়ী ভ্লাদিমির পোটানিনের মালিকানাধীন রসব্যাংক এসব শেয়ার কিনতে পারবে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জ্বালানি কোম্পানি রসনেফট ও গাজপ্রম, ইস্পাত কোম্পানি নরিলস্ক নিকেল, সেভারস্টল ইত্যাদি।
রসব্যাংকও একসময় ফ্রান্সের সোসাইটি জেনারেলের মালিকানায় ছিল। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর সোসাইটি জেনারেল রসব্যাংকে থাকা তাদের অংশীদারত্ব বিক্রির সিদ্ধান্ত নেয়। পরে ভ্লাদিমির পোটানিনের মালিকানাধীন ইন্টেরোস ক্যাপিটাল ৩৩৮ কোটি ডলারে রসব্যাংক কিনে নেয়।
এবার রসব্যাংকের মাধ্যমে রাশিয়ার অন্য কোম্পানিতে থাকা সোসাইটি জেনারেলের শেয়ারগুলো কিনতে ফরমান জারি করলেন পুতিন। রসব্যাংকের বর্তমান মালিক ভ্লাদিমির পোটানিনকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে মনে করা হয়।
এমআই