ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
সাংস্কৃতিক বিনিময় উন্নত করা, পর্যটন জনপ্রিয় করা, ইতিহাস, প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যের প্রতি উৎসাহিত করতে ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ ৬ দেশের নাগরিকদের ভিসা ছাড়া প্রবেশের অনুমোদন দিয়েছে তুরস্ক। খবর আরব টাইমসের।

গত শনিবার (২৩ ডিসেম্বর) দেশটির অফিসিয়াল গেজেটে এ সংক্রান্ত রাষ্ট্রপতির অধ্যাদেশ প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভিসা ছাড়াই তুরস্কে যাওয়ার পাশাপাশি দেশটিতে সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারবেন কানাডা, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমানসহ ছয় দেশের নাগরিক। বেশি সংখ্যক পর্যটক টানতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইতিহাস-সংস্কৃতি সমৃদ্ধ দেশ তুরস্কে প্রতি বছর অসংখ্য পর্যটক ঘুরতে যান। আরও বেশি পর্যটক টানতেই ওই ৬টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত পর্যটন সেবা চালু করা হয়েছে। তাছাড়া তুরস্ক জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো- পর্যটকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এই দেশগুলোর সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করা।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ভিসা ছাড়াই তুরস্কে যেতে পারবেন যারা
পর্যটকদের সেন্ট মার্টিন ছাড়ার নির্দেশ
এভিয়েশন শিল্পের দ্বিগুণ প্রবৃদ্ধি হয়েছে
খৈয়াছড়া ঝরনা: কীভাবে যাবেন, কোথায় থাকবেন, খরচ কেমন
টিকিটে ১০ শতাংশ ছাড় দিচ্ছে বিমান
পর্যটনকেন্দ্রের পরিবেশ রক্ষা করতে হবে
ঢাকা-আদ্দিস আবাবার ম‌ধ্যে সরাসরি বিমান চালুর প্রস্তাব
টিকিটে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে বিমান
ঢাকা-গুয়াংজু রুটে বিমানের ফ্লাইট চালু ১৪ সেপ্টেম্বর
পর্যটন দিবস উপলক্ষে চার দিনব্যাপী মেলার আয়োজন