নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন বদ্ধ পরিকর

নির্বাচনকে সুষ্ঠু করতে কমিশন বদ্ধ পরিকর

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, নির্বাচনে কোনো ধরনের কারচুপি করার সুযোগ নেই।


কোনো কেন্দ্রে একটি জাল ভোটও হলে তার প্রমাণ সাপেক্ষে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করাসহ কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হবে।


মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের কক্ষে পিরোজপুর ও ঝালকাঠী জেলার ৫টি আসনের এমপি প্রার্থী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের কর্তা ব্যক্তিদের নিয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ পুলিশের ডিআইজি মো. জামিল হাসান, পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা (ডিসি) মোহাম্মাদ জাহেদুর রহমান, ঝালকাঠী জেলা রিটার্নিং কর্মকর্তা (ডিসি) ফারাহ গুল নিঝুম, পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) মুহাম্মাদ শরীফুল ইসলাম, ঝালকাঠী জেলা পুলিশ সুপার (এসপি) মো. আফরুজুল হক টুটুল প্রমুখ।


এ সময় নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে কোনো সংবাদকর্মীর কোনো ধরনের ক্ষতি হলে অভিযুক্তকে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। নির্বাচন সম্পূর্ণ প্রভাবমুক্ত রাখা হবে। নির্বাচনের গোপন বুথ ছাড়া সাংবাদিকরা সব স্থানে যেতে, ছবি তুলতে এবং সংবাদ প্রচার করতে পারবেন। আমরা বিশ্ববাসীকে দেখাতে চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন। এই নির্বাচনকে একটি দৃষ্টান্ত স্থাপন করে অনুকরণীয় নির্বাচন অনুষ্ঠিত করতে চাই।


এর আগে ইসি জেলার পিরোজপুর জেলার ৩টি আসনের এবং ঝালকাঠী জেলার ২টি আসনের প্রার্থীদের নিয়ে আলোচনা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা