ভারতে ৩.৪ স্কেলে ভূমিকম্প

ভারতে ৩.৪ স্কেলে ভূমিকম্প
ভারতের আসাম রাজ্যে ৩ দশমিক ৪ স্কেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে উত্তর-পূর্ব ভারতের স্থলবেষ্টিত রাজ্যটি ভূমিকম্প অনুভূত হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) জানিয়েছে, শনিবার ভোরে আসামের তেজপুর মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের পরিমাপক রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৪।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভোর ৫টা ৫৫ মিনিটে অনুভূত হয়েছে। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আসামে ভূমিকম্প হয়েছিল। ওই দিন স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে আসামের নগাঁও জেলায় এ ভূমিকম্প হয়। ওই সময়ে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

চলতি মাসের শুরুতে ভারতের মনিপুর রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প আঘাত হানার পর থেকে দেশটিকে ভূমিকম্প দেখা দিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে লন্ডভন্ড হয়ে গিয়েছিল।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া