ভারতে ৩.৪ স্কেলে ভূমিকম্প

ভারতে ৩.৪ স্কেলে ভূমিকম্প
ভারতের আসাম রাজ্যে ৩ দশমিক ৪ স্কেলে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) ভোরে উত্তর-পূর্ব ভারতের স্থলবেষ্টিত রাজ্যটি ভূমিকম্প অনুভূত হয়। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) জানিয়েছে, শনিবার ভোরে আসামের তেজপুর মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। ভূমিকম্পের পরিমাপক রিখটার স্কেলে এটির মাত্রা ছিল ৩ দশমিক ৪।

এনসিএস জানিয়েছে, ভূমিকম্পটি ভোর ৫টা ৫৫ মিনিটে অনুভূত হয়েছে। এটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এর আগে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি আসামে ভূমিকম্প হয়েছিল। ওই দিন স্থানীয় সময় বিকেল ৪টা ১৮ মিনিটে আসামের নগাঁও জেলায় এ ভূমিকম্প হয়। ওই সময়ে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল।

চলতি মাসের শুরুতে ভারতের মনিপুর রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প আঘাত হানার পর থেকে দেশটিকে ভূমিকম্প দেখা দিয়েছে। গত ৬ ফেব্রুয়ারি সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে সিরিয়া ও তুরস্কে লন্ডভন্ড হয়ে গিয়েছিল।

এমআই

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না