ইবির মুসার বাংলা চ্যানেল জয়

ইবির মুসার বাংলা চ্যানেল জয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুসা হাশেমী সাড়ে ছয় ঘণ্টা সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯ টায় শুরু করে প্রায় সাড়ে ৬ ঘন্টা অর্থাৎ বিকাল ৩টা ২৭ মিনিট সাঁতরে গন্তব্যে পৌঁছান তিনি।

বাংলা চ্যানেলের ১৮ তম আয়োজনে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে সেন্টমার্টিন পর্যন্ত ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দেন মুসা। এ আসরে দেশ-বিদেশের ৪৩ জন সাঁতারু অংশগ্রহণ করেন।

মুসা হাশেমী বলেন, আমার ইচ্ছে ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে পতাকা বাংলা চ্যানেল জয় করে জাতির সামনে তুলে ধরার। সেই চেষ্টা সফল হয়েছে বলে আমি মনে করি। ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা চ্যানেল সুইমিং এ অংশগ্রহণকারীর সংখ্যা আরো বৃদ্ধি পাবে আগামীতে এমনটা আশা করি।

মুসা হাসেমী ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ইউনিট কাউন্সিল সভাপতি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি রাজশাহী ২০ কিলোমিটার পদ্মা সুইমিংসহ বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছেন।

প্রসঙ্গত, একটি দল ২০০৬ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি শাহপরীর দ্বীপ থেকে বঙ্গোপসাগরে ১৬.১ কিলোমিটার সাঁতার কেটে সেন্টমার্টিন দ্বীপে পৌঁছায়। এ দলের দলনেতা আন্ডারওয়াটার ফটোগ্রাফার ও স্কুবা ডাইভার কাজী হামিদুল হক ছিলেন। তিনি সাঁতারের এ পথের নামকরণ করেন ‘বাংলা চ্যানেল’। উক্ত সাল থেকে প্রতি বছর বাংলাদেশের সাঁতারু ও সাঁতারপ্রেমীরা বাংলা চ্যানেলে নিয়মিত বাংলা চ্যানেলে সাঁতার আয়োজিত করে আসছে।

এমআই/সাকিব

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি