বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এনটিআরসিএর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এনটিআরসিএ।
এক বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ জানায়, গত ৫ ও ৬ মে অনুষ্ঠিত ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে চূড়ান্ত ভাবে ২৩ হাজার ৯৮৫ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
নিবন্ধন পরীক্ষার ফল জানবেন যেভাবে
প্রার্থীরা তাদের পরীক্ষার ফলাফল এই ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইট থেকে রাত ১০টার পর জানতে পারবেন। তাছাড়াও টেলিটক বিডি লি. কর্তৃক কৃতকার্য প্রার্থীদের ফলাফল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এমআই