রোববার (৩১ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ওই জাহাজটি বন্দরের হারবাড়িয়া এলাকায় পৌঁছায়।
কয়লাবাহী বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স টগি শিপিং অ্যান্ড লজিস্টিকের অপারেশন ম্যানেজার ইমাম হোসেন জানান, ইন্দোনেশিয়ার মুয়াবা পান্তাই বন্দর থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫০ হাজার ৭৭২ টন কয়লা নিয়ে জাহাজটি গত ১৩ ডিসেম্বর বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে।
তিনি আরও জানান, রোববার সকাল থেকে কয়লা খালাস কাজ শুরু করা হয়েছে। এরপর খালাসকৃত ওই কয়লা লাইটার জাহাজের মাধ্যমে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জেটিতে পৌঁছানো হবে।
অর্থসংবাদ/এমআই