রাজনীতি থেকে আমার কিছু পাওয়ার নেই

রাজনীতি থেকে আমার কিছু পাওয়ার নেই

রাজনীতি থেকে আমার কিছু পাওয়ার নেই বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা।


মাশরাফি বলেন, আমি আপনাদের সন্তান। নড়াইলে আমি ভেসে আসিনি। রাজনীতি থেকে আমার কিছু পাওয়ারও নেই আমি আমার সর্বস্ব দিয়ে কেবলমাত্র আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে নিজের আরামের জীবন ত্যাগ করে এত কষ্ট করছি। রোববার (৩১ ডিসেম্বর) নড়াইল সদর থানার বাঁশগ্রাম ইউনিয়নে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।


তিনি আরও বলেন, আমার যা আছে তাই দিয়ে আমি আরামে দিন কাটাতে পারি কিন্তু আমি আমার পরিবার নিয়ে সুখে দিন কাটাতে চাই না, আমি মনে করি এলাকার খেটে খাওয়া মানুষের জন্য আমার দায়বদ্ধতা আছে। কারো মিষ্টি কথায় আপনার ভুল করবেন না, তাহলে এইসব ছেলেমেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, নড়াইল ৫০ বছর পিছিয়ে যাবে।


এদিন সকাল থেকে সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নে বল্লারটোপ, দারিয়াপুর, হোগলা ডাঙ্গা, গোপালপুর, বাঁশগ্রাম বাজারসহ প্রায় ১০টির ও অধিক পথসভায় যোগ দেন দেশসেরা ক্যাপ্টেন মাশরাফি। এসময় জেলা ও উপজেলা এবং স্থানীয় রাজনৈতিক নেতারা তার সঙ্গে ছিলেন।


পথসভায় তিনি বলেন, আমি মন্ত্রণালয়ের দ্বারে দ্বারে ঘুরেছি, অনেকটা ভিক্ষার মতো করে প্রকল্প চেয়ে এনেছি। আরও অনেক কাজ বাকি। ৭ তারিখ আমাকে দেন আমি ৮ তারিখ থেকে আপনাদের সব দেবো।


উল্লেখ্য, ২৪ ডিসেম্বর নড়াইলে পৌঁছানোর পরপরই নিরলসভাবে প্রচারণা চালাচ্ছেন ক্রিকেটের সাবেক অধিনায়ক। তিনি নড়াইল-০২ আসনের দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী। এই আসনের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু মনোনয়নপত্র না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে মাঠে রয়েছেন। স্থানীয় ভোটারদের ধারণা এবারের নির্বাচনে মাশরাফির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় আসবেন স্বতন্ত্র এই প্রার্থী। এছাড়া এ আসনে জাতীয়পার্টি, ওয়াকার্স পার্টি, এনপিপি, ইসলামী ঐক্যজোট, গণফ্রন্টসহ মোট আট জন প্রার্থী রয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা